নোয়াখালী উপকূলে ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

গতকাল ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ২১২টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, আংশিক বিধ্বস্ত হয়েছে ৯১৩টি ঘরবাড়ি।

এছাড়া কিছু ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে- এগুলো খোঁজখবর নিয়ে তালিকা হচ্ছে। বিস্তারিত জেলা কৃষি অফিস উপ-পরিচালক ও উপজেলা অফিসার মারেফুল হাসান জানান, আমরা এখন মাঠ আছি, তালিকা তৈরি করছি, বিস্তারিত পরে জানানো যাবে। গতকাল শনিবার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলার উপকূলী এলাকা হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৪টি ইউনিয়নের দ্বীপ ও চরাঞ্চলে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।