শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুধী সমাজসহ বিভিন্ন স্তরের জনতা রাস্তায় নেমে মানববন্ধন করেছে। গতকাল উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শারমিন আক্তার, সহ-সভাপতি ফারুক হোসেন শেখ, অভিভাবক হারুন অর রশিদসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ। এ সময় চতুর্থ শ্রেণির ছাত্রী সাইমুন জাহান ফারিয়া বার বার শিক্ষকের কাছে প্রশ্নের উত্তর জানতে চায়। শিক্ষক অপারগতা প্রকাশ করলে শিক্ষার্থী সাইমুন জাহান বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। অভিভাবক এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক জাহানারা খাতুনের কাছে মোবাইলে বিষয়টি জানতে চায়। প্রধান শিক্ষক বিষয়টি তাদের বলেন শিক্ষার্থীকে কোনো মারধর করা হয়নি। এতে তারা সন্তুষ্ট না হয়ে শিক্ষকের অবস্থান জানতে চাইলে সে মসজিদে নামাজ পড়ার কথা জানান। এরপরই শিক্ষার্থীর ভাই সজিব খান এবং চাচাতো ভাই মহাসিন হোসেন মিন্টু ও ইয়াসিন খান দলবদ্ধ হয়ে নামাজ পড়ে বের হওয়ার পরপরই শিক্ষক আবু হানিফকে জামার কলার ধরে একটি চায়ের দোকানের ভেতরে নিয়ে কিল-ঘুষি ও চড়থাপ্পড় মেরে লাঞ্চিত করে। এক পর্যায়ে ওই শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেয়। এ সময় তারা তাকে হুমকি দেয় পরবর্তীতে বিষয়টি দেখে নেয়ার জন্য। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষার্থীর অভিভাবক মহাসিন মিন্টু শিক্ষককে লাঞ্চিত করার কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, সাইমুন জাহান ফারিয়ার মারধর করায় আমরা নিজেদের রাগ সামাল দিতে পারিনি।