সড়ক দুর্ঘটনায় করণীয় বিষয়ে মহড়া

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইগাতী প্রতিনিধি

রাত্রিকালীন সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করণীয় সম্পর্কে শেরপুরের ঝিনাইগাতীতে এক মহড়ার আয়োজন করা হয়। গত শনিবার রাত ৯টায় ঝিনাইগাতী-শেরপুর মহা সড়কের কোয়ারিরোড় মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় ঝিনাইগাতী ও শেরপুর জেলা সদরের দুটি ইউনিট অংশগ্রহণ করে। এতে রাত্রিকালীন সময়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কীভাবে দুর্ঘটনায় শিকার ব্যক্তিদের উদ্ধার করে তা এ মহড়ার মাধ্যমে দেখানো হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শেরপুর জেলার উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, ঝিনাইগাতীর ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী ও শেরপুর জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ এ মহড়ায় অংশগ্রহণ করেন।