ট্যাঙ্কলরি বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে ট্যাঙ্কলরি বিস্ফোরণে রতন হোসেন নামে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসটার্মিনালের রতন মোটর গ্যারেজে একটি ট্যাঙ্কলরির ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত রতন হোসেন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার শেখপুরা এলাকায়। সে আবু কালামের ছেলে। আহতরা হলেন, ওয়েলডিং মিস্ত্রির সহকারী নাহিদ ও বাসের হেলপার বাদশা। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নাহিদকে পার্বতীপুর উজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণে ট্যাঙ্কলরিটির সামনের ও পেছনের অংশ উড়ে যায়। এ সময় পাশে থাকা মিথুন নামের একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পার্বতীপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। লরির ড্রাইভার সেরাজুল ইসলাম জানান, লরিটি মেরামত করতে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। হঠাৎ করে বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন ওয়েল্ডিং মিস্ত্রি রতন ও তার সহকারী নাহিদ ও বাস শ্রমিক বাদশা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রতনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।