ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জয়পুরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

জয়পুরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা-নাকুড়গাছী এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস চলন্ত ট্রেনে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী আহত হন। আহত দীলিপ কুমার মণ্ডল পাঁচবিবি উপজেলার খাস বাগুরি গ্রামের ধীরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের বিরামপুর থেকে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পৌঁছানোর আগে নওদা-নাকুড়গাছীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় জানালা দিয়ে ভেতরে পাথর গিয়ে দীলিপ নামে এক যাত্রীর মাথায় পড়লে তিনি আহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত