ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিফাতকে বাঁচাতে মা-বাবার আকুতি

রিফাতকে বাঁচাতে মা-বাবার আকুতি

পাবনা সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৩৬নং পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রিফাত (১৩) কৈশরের প্রাণোচ্ছ্বল পদচারণায় কয়েকদিন আগেও মুখর ছিল ক্লাসরুমের সামনের বেঞ্চ, স্কুলের মাঠ, বাড়ির উঠান। পাবনা সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের হতদরিদ্র ঝালমুড়ি বিক্রেতা আরিফ হোসেনের ছেলে রিফাত। জানা যায়, ঝালমুড়ি বিক্রেতা পিতা আরিফ হোসেন চিকিৎসার জন্য প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক ও ব্রেন রোগ বিশেষজ্ঞ ডা. তাহরিমা মোস্তারীকে দেখানোর পর তিনি জানিয়েছেন, রিফাতের ব্রেনে টিউমারের সৃষ্টি হয়েছে এবং ব্রেনে ইনফেকশন সে ক্ষেত্রে অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় এবং জরুরি ভিত্তিতে শিশুটিকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায়, তার জীবন নাশের আশঙ্কা রয়েছে। অসহায় রিফাতের শারীরিক সমস্যা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের জন্য তার ৩ থেকে ৪ লাখ টাকার দরকার। রিফাতের বাবা আরিফ একজন হতদরিদ্র ঝালমুড়ি বিক্রেতার পক্ষে এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলম বলেন, আমাদের উপজেলা প্রসাশনের সমাজসেবা অধিদপ্তর থেকে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হবে। আমি তার খোঁজখবর নিয়ে দেখছি তার চিকিৎসা করার জন্য আর কি ধরনের সহযোগিতা করতে পারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত