গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে গৃহবধূর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটডালিমা গ্রামে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গনি রাঢ়ীর দুই ছেলে সুলতান রাঢ়ী ও রত্তন রাঢ়ী দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। এর মধ্যে একাধিকবার সালিশ মীমাংসায় বসা হয়েছে। কিন্তু কোনো সালিশ সুলতান রাঢ়ীকে সমাধান দিতে পারেননি। ঘটনার দিন সকাল ৭টার দিকে রত্তন রাঢ়ী তার ভাগের জায়গায় সুপারি গাছের চারা লাগাতে গেলে তাকে সুলতান রাঢ়ী ও তার স্ত্রী এসে অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর তারা রত্তন রাঢ়ীর স্ত্রী কহিনুর বেগমকে ঘরে বন্দি করে রাখেন এবং গামছা দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন। প্রতিবেশীরা আসলে সুলতান রাঢ়ী তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে হাত-পা বাঁধা অবস্থায় কহিনুর বেগমকে উদ্ধার করেন। সুলতান রাঢ়ী ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমরা শুধু বেঁধে রেখেছি কোনো মারধর করিনি এতে যদি আমার জেল ফাঁস হয় হোক। বাউফল থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, আমরা এসে তাকে হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছি এবং সুলতান রাঢ়ী তার ঘরে বন্দি করে রেখেছেন অনেক মারধরও করেছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় বাউফল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।