ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ের শিক্ষার মানোন্নয়নে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজনে গতকাল দুপুরে স্কুল হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমেদের উপস্থাপনায় মতবিনিময় ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লবসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা। এর আগে উপজেলা প্রশাসন আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এতে সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও? সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি রাজু আহাম্মদ, সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমুখ। পরে তিনি অফিসার্স ক্লাব ও উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় পরিদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত