ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির সভা

মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির সভা

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান রোধে সীমান্ত এলাকার জনসাধারণদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া সীমান্ত ফাঁড়ির আয়োজনে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাঙ্গী পুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাঙ্গী পুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাসিবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীসহ অনেকে। এতে সীমান্ত এলাকার বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত