নাটোরে নারী অধিকার সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে জেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ডাসকো ফাউন্ডশনের আয়োজনে নাটোর ভিক্টোরিয়া লাইব্রেরির হলরুমে এ ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিস্তারিত আলোচনা করেন, জেলা তথ্য অফিসার রুপকুমার বর্মা। এছাড়াও আরও বক্তব্যে রাখেন, দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক। সংলাপে উপস্থিত ছিলেন-ডাসকো ফাউন্ডেশনের ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, নাটোর ইউনিট অফিসের এসএফ মো.মশিউর রহমান, রঞ্জন রায়, এফএফ সুনীল কুমার রায়সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং জেলার সিএসও সদস্য, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম সিএসওসহ সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।