ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীর তিন নিখোঁজ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীর তিন নিখোঁজ  শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করে গত সোমবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। জানা গেছে, গত ১৬ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র ফরহাদ হোসেন ও তার অপর দুই সহপাঠী মিম খাতুন এবং তানিয়া খাতুন পরিবারের কাউকে কিছু না জানিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওইদিনই নিখোঁজ ছাত্রছাত্রীদের অবিভাবকরা ভূরুঙ্গামারী থানায় এসে নিখোঁজ হওয়ার ব্যাপারে তিনটি পৃথক পৃথক সাধারণ ডায়রি করেন। নিখোঁজ স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের হারানোর বিষয়ে জিডির পরিপ্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ তৎক্ষণাৎ ভিকটিমগণের পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ জেলা পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ১৮ নভেম্বর নিশ্চিত হন, নিখোঁজ শিক্ষার্থীরা কক্সবাজার সদর মডেল থানার ডলফিন মোর এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত