ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছিনতাইকারীর হামলায় যুবক নিহত

ছিনতাইকারীর হামলায় যুবক নিহত

নওগাঁয় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চাকলা-বক্তারপুর রাস্তায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত মামুনুর রশীদ মামুন সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এর ফতেপুর গ্রামের আবুল কালাম এর ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মামুনুর রশিদ মামুন একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী। প্রতিদিন সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় খাদ্যপন্য (ফুড প্রোডার্ক) নিয়ে বিভিন্ন দোকানে বিতরণ করেন। ওই দিনই বিকেলে আবার দোকানগুলো থেকে জিনিসপত্রের মূল্য হিসেবে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। এসময় সদর উপজেলার চাকলা-বক্তারপুর রাস্তায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৫জন পথরোধ করে মামুনকে ধাঁরালো অস্ত্র দিয়ে শরীরর বিভিন্ন স্থানে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রশিদ মামুন মারা যান। নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাকিব হোসেন বলেন, গুরুত্বর আহত অবস্থায় মামুনুর রশীদ মামুনকে হাসপাতালে নিয়ে আসলে তার চিকিৎসা শুরু করা হয়। কিন্তু তার শরীরের বিভিন্ন স্থানে মোট ৬টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুকের আঘাত বেশি গুরুত্বর হওয়ায় এবং ফুসফুসে মারাত্বক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে সার্বিক তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত