মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার চার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

অপরাধ দমন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল, ১৩ পিস ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। গ্রেপ্তাররা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল হোসেন, হরিপুর উপজেলার মারাধর (দক্ষিণতলা) গ্রামের জমশেদ চৌধুরীর ছেলে কাজল আক্তার ওরফে ককটেল ও খায়রুল ইসলামের ছেলে সোহাগ, ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ফয়সাল আল মাজিদ মৌসুম। সে পৌর শহরের ইসলামনগর মহল্লায় এক সৌদি প্রবাসির বাসায় ভাড়া থাকতো। ঠাকুরগাঁও পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা-৫টি, পীরগঞ্জ থানা-২টি, বালিয়াডাঙ্গী থানা- ৯টি, হরিপুর থানা- ১টি, রাণীশংকৈল থানা-১টি, ভুল্লী থানা-১টিসহ সর্বমোট ১৯টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।