নোয়াখালীতে বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘুঘু পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ঘুঘু পাখিগুলো বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সামনে অবমুক্ত করা হয়। এর আগে নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের নির্দেশনায় ঘুঘু পাখিগুলো উদ্ধার করা হয়। ওইসময় বিক্রেতা বাজার থেকে অভিযানকারী অবস্থান টের পেলে ঘুঘু পাখিগুলো রেখে পালিয়ে যায়। গতকাল দুপুরে উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমর্কতা আবু ইউছুফ, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে সভাপতি মানিকভূঁইয়া, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, সদর রেঞ্জ কর্মকর্তা শেখ কামরুজ্জামান, সিএমও সামদুজ্জোহা, কনসালটেন্ট সুফল প্রকল্প ফরিদ আহমদ ও অন্যান্য কর্মকর্তাসহ আরো অনেকে।