ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাচনি এলাকা : কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)

বাবা-ছেলেসহ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আটজন

বাবা-ছেলেসহ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আটজন

জাতীয় সংসদের কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনে বাবা-ছেলেসহ আওয়ামী লীগের মনোনয়নপত্র ফরম কিনেছেন আটজন। দলীয় সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। তিনি আওয়ামী লীগের হয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন তার ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। তিনি ২০১৪ ও ২০১৯ সালে টানা দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আসনটিতে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার মো. নাঈম হাসান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন আহম্মেদ। এছাড়াও এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা আক্তার, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম বুলবুল। উল্লেখ্য, ২০০৪ সালে তিতাস উপজেলা গঠিত হয়। ২০০৮ সালের ২২ জুন কুমিল্লা সার্কিট হাউসে আপত্তি শুনানি শেষে ২০০১ সালের আদম শুমারি প্রতিবেদন, ২০০৮ সালের ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, ইউনিয়ন পরিষদের সংখ্যা, প্রশাসনিক সুবিধার সমন্বয়ে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ এবং দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ নির্বাচিন এলাকা পুনঃনির্ধারণ করা হয়। আসন বিন্যাসে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার আসন পুনঃবিন্যাসে দাউদকান্দি ও তিতাস নিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন বিন্যাস পুনঃগঠন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত