সমলয় পদ্ধতিতে চাষকৃত ধান কর্তন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সমলয় পদ্ধতিতে চাষকৃত ধান কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরচান্দিয়া ইউনিয়নের পূর্ববড়ধলী গ্রামে গতকাল সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ধানগবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। বক্তব্য দেন কৃষক নেতা একরাম উদ্দিন। পূর্ব বড়ধলী গ্রামে প্রথমবার ৫০ একর জমিতে ব্রি ধান-৮৭ সমলয় পদ্ধতিতে চাষকৃত রোপা আমন ধান কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের মাধ্যমে কর্তন উদ্বোধন করা হয়।