জলবায়ু বিপদাপন্নতা শীর্ষক আলোচনা সভা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সক্রিয় কর্মী বাগেরহাট আয়োজনে গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জলবায়ু বিপদাপন্নতা ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা। বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, প্যানেল মেয়র তানিয়া খাতুন, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মোহা. মাসুদুর রহমান, বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মন্জুরুল হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, জেলার রামপাল ও মোংলা উপজেলার সরকারি পুকুর ও খালগুলোকে দখলমুক্ত করে পুনঃখননের ব্যবস্থা করতে হবে এবং এর জন্য এলাকার সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। এছাড়া স্থানীয় যুব সমাজকে এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।