ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ ক্যাম্প

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ ক্যাম্প

দেবহাটা উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য কর্মসূচির আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের পাঁচটি কমিউনিটি ক্লিনিক যথাক্রমে আটশতবিঘা কমিউনিটি ক্লিনিক, শশাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, কাঠমহল কমিউনিটি ক্লিনিক, সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিক ও নাংলা কমিউনিটি ক্লিনিকের আওতায় ডাইবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়।

গত ১১/১৩/১৫/২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত ক্যাম্পিংয়ে মোট ১২৫৩ জন নারী ও পুরুষদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করানো হয়।

তার মধ্যে থেকে ৩৭৭ জন নতুন ডাইবেটিস রোগী শনাক্তকরণ করা হয়েছে। এ সময় আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. আরাফাত আহম্মেদ, হিসাব রক্ষক ফজলুল হক, স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, আশার আলোর স্বাস্থ্য কর্মীসহ কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত