শেরপুর-২ আসন

আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৯ জন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৪৪, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছেন জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপিসহ ৯ জন। নকলা ও নালিতাবাড়ী দুই উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নকলা উপজেলার চারজন এবং নালিতাবাড়ী উপজেলার পাঁচজন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নকলা উপজেলা থেকে যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছেন তারা হলেন, জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, ঢাকা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত ডীন ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)’র সাবেক সদস্য বিসিএস ক্যাডার প্রথা প্রতিষ্ঠার অন্যতম নেতা ডা. সোহরাব আলী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. নজরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র সদস্য তরুণ সমাজ সেবক প্রকৌশলী নজরুল ইসলাম। নালিতাবাড়ী উপজেলা থেকে মনোনয়নপ্রত্যাশী হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর বোর্ড অব ডিরেক্টরের চেয়ারপার্সন নৌপরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আবদুস সামাদ ফারুক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, সমাজ সেবক রোজী সিদ্দিকী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কৃষিবিদ প্রয়াত বদিউজ্জামান বাদশার ছেলে তরুণ সমাজসেবক রাগিব হাসান ভাসন। তৃণমূলের নেতৃবৃন্দের অনেকে জানান, দলীয় মনোনয়নের বিষয়টির সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি বা এখনো চূড়ান্ত হয়নি। যদি কোনো কারণে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপিকে মনোনয়ন না দেওয়া হয়, সেক্ষেত্রে কে হবেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের আওয়ামী লীগের কান্ডারী? এ নিয়ে নানা জল্পনা-কল্পনা ও লবিং-গ্রুপিং চলছে। তবে যেই-ই নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবেন তৃণমূলের নেতাকর্মীসহ আওয়ামী লীগের সবস্তরের নেতৃবৃন্দরা তার হয়েই কাজ করবেন বলে অনেকে সাফ জানিয়েছেন। আপাতত মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষাতে আছেন সাধারণ ভোটাররা।