কেশবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ৮১টি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭ হাজার ৯২৪ জন ভোটারের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা ৮১টি। কেশবপুর উপজেলার নির্বাচনি অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনি এলাকা ৯০-এর যশোর-৬ (কেশবপুর) আসনে উপজেলার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন পরিষদের নিয়ে গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ১০ জন এবং তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ অবাদ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করতে ৮১ টি ভোট কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এবং ৫০৮ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার সুষ্ঠ অবাদ ও নিরপেক্ষ ভাবে ভোটগ্রহণ করতে বদ্ধপরিকর।