ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে তিন দিনব্যাপী রাশ উৎসব

সুন্দরবনে তিন দিনব্যাপী রাশ উৎসব

সুন্দরবনের দুবলার চরে রাশ পূর্ণিমা উপলক্ষ্যে তিন দিনের মেলা শুরু হচ্ছে আজ। ২৭ নভেম্বর সনাতন হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা ও পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে আবহমানকাল ধরে চলে আসা রাশ উৎসব। শুধুমাত্র হিন্দু ধম্বাবলম্বীরা রাশ উৎসবে যোগ দিতে পারবেন। সুন্দরবনে প্রবেশের জন্য বন বিভাগ ৮টি রুট নির্ধারণ করেছে। চাঁদপাই, মংলা, নলিয়ান, কাশিয়াবাদ, বুড়িগোয়ালিনীসহ অন্যান্য রুটি দিয়ে রাজস্ব প্রদান করে রাশ মেলায় যেতে পারবেন দর্শনার্থীরা। এক্ষেত্রে সরকারি নির্দশনা অনুসরণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাশ পূর্ণিমায় আগতদের নিরস্ত্র হতে হবে। হরিণ শিকার, মাছ ধরা সহ সকল ধরণের বনজদ্রব্য আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সুন্দরবনে যাতায়াতের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। দুবলার চরে রাশ মেলায় আগত দর্শনাথীদে নিরাপদে যাতায়াতে বন বিভাগ নতুন উদ্যোগ গ্রহণ করেছে। মেলার সময় সুন্দরবনে সাধারণের প্রবেশ নিষিদ্ধ এবং জেলেদের মাছ, কাঁকড়া আহরণের পারমিট বন্ধ থাকবে বলে জানান কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মণ্ডল। প্রতিটি চেকিং পয়েন্টে বন কর্মকর্তাদের সমন্বয়ে টিম গঠন করে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত