ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে জিপিএ-৫ পেয়েছে ছয়জন

তিতাসে জিপিএ-৫ পেয়েছে ছয়জন

কুমিল্লার তিতাসে প্রকাশিত এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ছয়জন। উপজেলা পর্যায়ে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার এগিয়ে আছে মাদ্রাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলা পর্যায়ে গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে, মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজ ও ইঞ্জিনিয়ার হারুন-উর-রশিদ গালর্স কলেজ থেকে এইচএসি পরীক্ষায় ৭১৫ জন অংশগ্রহণ করে বিভিন্ন গ্রেডে পাস করেছে ৫৬৬ জন। শতকরা পাসের হার ৭৯.১৬। এইচএসসিতে ৫টি জিপিএ-৫ রয়েছে। যার মধ্যে মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজ চারটি এবং ইঞ্জিনিয়ার হারুন-উর-রশিদ গালর্স কলেজে একটি জিপিএ-৫ রয়েছে। এদিকে, উপজেলা পর্যায়ে গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসা, জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রাসা ও মঙ্গলকান্দি ইসলামি ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ১৪৮ জন অংশগ্রহণ করে বিভিন্ন গ্রেডে পাস করেছে ১৩৩ জন। শতকরা পাসের হার ৮৯.৮৬। একটি মাত্র জিপিএ-৫ পেয়েছে গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত