ময়মনসিংহে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ ব্যুরো

বিগত বছরের মতো এবারো ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। এতে পাসের হার হার ৭০ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। গতকাল বিকালে মুঠোফোনে গাজী হাসান কামাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৪২৬ জন এবং ফেল করেছে ২৮ হাজার ৩২৫ জন। সেই সঙ্গে পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী। শিক্ষাবোর্ড সূত্র জানায়, গত বারের মতো এবারো ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।