ভেজাল খাদ্য প্রতিরোধে করণীয় শীর্ষক সভা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া প্রতিনিধি

পুষ্টিবিষয়ক সচেতনা বৃদ্ধি ও ভেজাল খাদ্য প্রতিরোধে করণীয় শীর্ষক নেটওর্য়াক ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় একটি দরিদ্র পরিবারের দুই সদস্য এবং একজন রিকভারিকে ক্ষুদ্র ব্যবসা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল বেলা ১১টার দিকে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভার সিটি স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, কারিতাস উদ্যম প্রকল্পের সাভার শাখার এডুকেটর সুমন জন রোজারিও, আগষ্টি মিন্টু হালদার, এনজিও সমন্বয়ক কায়কোবাদ হোসেন প্রমূখসহ এনজিও প্রতিনিধি, সূর্যের হাসি ক্লিনিক, ভার্ক, শীল, ব্যবসায়ী, ব্র্যাক, টিআইভি, ল্যাব জোন হাসপাতাল ও বিভিন্ন স্কুলের প্রধানগণ। এসময় সাভার মডেল স্কুল, সাভার রেসিডেন্টসিয়্যাল মডেল স্কুল, সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, সিটি স্কুল, সাভার নিউ মডেল স্কুল, সাভার আদর্শ স্কুল, অক্সফোর্ড স্কুলের শিক্ষক, স্থানীয় সমাজ সেবক, উপদেষ্টা কমিটির সদস্য, ফার্মেসি, সাংবাদিক, ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ্য জীবনযাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। ভেজাল খাদ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা।