ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আট হাজার কৃষক পেলেন বীজ ও সার

আট হাজার কৃষক পেলেন বীজ ও সার

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে শ্রীবরদীতে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুছ। শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কৃষি অফিসার জানান, শ্রীবরদী উপজেলায় ৪ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (উফশী) এবং ৪ হাজার কৃষকের মাঝে বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়। বোরো ধানের (উফশী) প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতিজন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত