ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহায়তা কার্যক্রম শুরু

উখিয়ায় বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহায়তা কার্যক্রম শুরু

কারিতাস বাংলাদেশ জরুরী সাড়াদান কর্মসূচী আওতায় স্থানীয় অবকাঠামো ও বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং এবং হলদিয়াপালং ইউনিয়নের স্থানীয় বিপদাপন্ন পরিবারের অংশগ্রহনকারীদের আয়বৃদ্ধিমূলক কাজের মঞ্জুরী এবং ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমের নগদ অর্থ বিতরন অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ এর জরুরি সাড়াদান কর্মসূচী প্রকল্পের পরিচালক লিটন গমেজ। এতে প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের জরুরি সাড়া দান কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার নিকোদিমাস কে কস্তা। কারিতাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা (জীবিকা) বিকাশ ঘাগ্রা এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত