রংপুরে স্পিকার ও বাণিজ্যমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

সংসদীয় আসনের মধ্য ভিআইপি আসন হিসেবে পরিচিত ২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আ’লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী রংপুর -৪ কাউনিয়ায় আ’লীগের দলীয় প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ইকবাল হাসানের নিকট আ’লীগের দলীয় প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় আ’লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রংপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান রনি তার সাথে ছিলেন। এছাড়াও উপজেলা আ’লীগের নেতাণ্ডকর্মীরাও উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর স্পীকার সাংবাদিকদের জানান, দলীয় সিদ্ধান্তে পীরগঞ্জ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। নির্বাচন হবে প্রতিদ্বন্দিতা মুলক। পরে স্পীকার উপজেলা পরিষদ থেকে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাণ্ডকর্মীদের সাথে মতবিনিময় করেন । এ সময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাণ্ডকর্মীদের বিগত ১৫ বছর উন্নয়ন কার্যক্রমে এক সাথে কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে বুধবার স্পীকার বড়দরগাহ শাহ ইসমাঈল গাজী (রহ:) ও লালদিঘীর ফতেহপুরে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বার ও সাবেক রাস্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ২ বার প্রতিদ্বন্দিতা করেছেন এ আসনে। পীরগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকা ভিআইপি আসন হিসেবে পরিচিত। এক সময় জাতীয় পার্টির দুর্গও বলা হতো এ আসনকে। তবে ২০০৮ সালে এখানে নৌকার হাল ধরে জয়ী হয়ে আ’লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়েছেন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরী বিজয়ী হয়ে জাতীয় সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছেন।এদিকে বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী ২০১৪ ও ২০১৮ সালে রংপুর ৪ কাউনিয়া পীরগাছা সংসদীয় আসনে নির্বাচন করেছে।