ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পর্যটকদের খেলার সাথী মায়াবী হরিণ ‘বিজলী’

পর্যটকদের খেলার সাথী মায়াবী হরিণ ‘বিজলী’

পর্যটকরা সবাই যেনো একটি হরিণ নিয়েই এত ব্যস্ত। কেউ ছবি তুলছেন, কেউ তুলছেন সেলফি। কেউ আদর করছেন আবার কেউ খাবার খাওয়াচ্ছেন। যেন আনন্দের শেষ নেই। নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে এটি একটি চিরচেনা দৃশ্য। পর্যটকদের খেলার সাথী এই মায়াবী হরিণের নাম ‘বিজলী’। জানা গেছে, ২০১৭ সালে নিঝুমদ্বীপের ছোয়াখালী এলাকায় থেকে আহত অবস্থায় একটি হরিণ উদ্ধার করে বনবিভাগ। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলে। তার নাম রাখা হয় ‘বিজলী’। বনবিভাগের মায়ায় বিজলী বনে ফিরে গেলেও মাঝেমধ্যে চলে আসে লোকালয়ে। পর্যটকদের আদর ভালোবাসা পেয়ে দিন দিন তার লোকালয় ভালো লেগে উঠেছে। ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক ইফতেখারুজ্জামান বলেন, কি সুন্দর মায়াবী হরিণ বিজলী। আমরা তাকে আদর করলাম এবং খাবার খাওয়ালাম। সে আমাদের কাছে অনেকক্ষণ ছিল। আমাদের কাছে কি যে ভালো লেগেছে তা বলে শেষ করা যাবে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিঝুমদ্বীপে ঘুরতে আসা রাশেদ রহমান সুহান বলেন, হরিণ দেখতে পারা সত্যিই সৌভাগ্যের। নিঝুমদ্বীপে আমাদের সামনে দিয়ে একদল হরিণ লাফিয়ে পার হয়েছিল। আমরা ভালো করে দেখতে পারিনি, তবে বিজলীকে দেখে খুব আনন্দ পেয়েছি। তার সঙ্গে ছবি তুলেছি এবং চিপস খাইয়ে দিয়েছি। এটা যেন আমার ভ্রমণটাই স্বার্থক করল। নিঝুমদ্বীপ ইউনিয়নের ইউপি সদস্য কেফায়েত হোসেন বলেন, বিজলীকে বনবিভাগ আদর যত্নে সুস্থ করেছে। তারপর থেকে সে লোকালয়ে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত