রংপুরে জাতীয় আয়কর দিবস পালিত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

‘কর দেবো গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পলিত হলো জাতীয় আয়কর দিবস। দিবসটি উপলক্ষ্যে গতকাল সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাস্টমস ও এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদী। পরে কর কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় রংপুর অঞ্চলের কর কমিশনার শাহীন আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন ও ট্যাকসেস বার এসোসিয়েশন এর সভাপতি মো. নুরুজ্জামানসহ ভ্যাট কাস্টমস্-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বেলুন উড়িয়ে আয়কর দিবস উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে সঠিক সময় আয়কর প্রদান করতে হবে এবং সবাইকে আয়কর প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।