নেত্রকোণায় ককটেলসহ গ্রেপ্তার চার

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা ও সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্টা ও পুলিশ বক্সে হামলার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আসমা গ্রামের চাঁন মিয়া শেখের ছেলে পলাশ শেখ, কামালপুর গ্রামের ইঞ্জিল খানের ছেলে মিলন, গোপালপুর বাজারের সিদ্দিক মিয়ার ছেলে আরমান ও তৌহিদ মোড়লের ছেলে ইয়াসিন। গতকাল দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা উপজেলার কদম দেউলী রেলক্রসিং-সংলগ্ন পুলিশ বক্সের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল, ২৯টি মশাল, ১ লিটার পেট্রল, একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে থানায় খবর আসে যে, বেশ কিছুসংখ্যক দুস্কৃতকারী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা ও সরকারী সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কদমদেউলী রেল-ক্রসিংয়ের কাছে ককটেল, পেট্রল, মশাল, লাঠিসোঁটা ও পাথর নিয়ে জড়ো হয়েছে। পরে বারহাট্টা থানার এস আই মো. সোহেল খানের নেতৃত্বে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।