সালথায় সড়কের বেহাল অবস্থায় ভোগান্তি চরমে

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর-খারদিয়া পাকা সড়কের পিচ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়েই সড়কটি দিয়ে চলছে যানবাহন। ভোগান্তির শিকার হচ্ছেন ১৮টি গ্রামের মানুষ। স্থানীয় কৃষক জালাল মোল্লা জানান, খারদিয়া গ্রামের ১৮টি পাড়ার হাজারো মানুষ জেলা-উপজেলা সদরে যাতায়াত করেন ভাঙাচোরা এ সড়ক দিয়ে। শত শত কৃষক ভ্যানযোগে কৃষিপণ্য বিক্রি করতে সালথা ও সোনাপুর বাজারে যান। কিন্তু সড়কের যে অবস্থা তাতে যানবাহনে চলাচল করাই মুশকিল। তারপরও বাধ্য হয়ে মানুষ ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করেন।

সরেজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে সোনাপুর পালবাড়ি থেকে খারদিয়া বাজার ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। সড়কের ওই অংশে ঝুঁকি নিয়ে চলছে সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশাসহ ছোট-বড় যানবাহন। অটোরিকশাচালক আনিচুর রহমান বলেন, সড়কের অবস্থা বেহাল। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। মাঝে মধ্যেই বড় বড় গর্তে গাড়ির চাকা আটকে উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। কয়েক বছর ধরে সড়কটির এ অবস্থা। তারপরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে স্থানীয় সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, সড়কটি বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। তবে সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় হওয়ায় আমরা কিছু করতে পারছি না। ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।