পীর কেবলা (র.)-এর ১৫০তম জন্মবার্ষিকী

মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও চক্ষুশিবির অনুষ্ঠিত

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসূফী আলহাজ খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ও প্রথম দিনের চক্ষু শিবির গতকাল শনিবার নলতা শরীফে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০.১০ মিনিটে পান্থশালা গেস্ট হাউস প্রাঙ্গণে। কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (এমপি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পাক রওজা শরীফের খাদের আলহাজ মো. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় মিশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে আস্থানাভবন গেস্ট হাউসে বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স খুলনা এর যৌথ উদ্যোগে আয়োজিত ১ম দিনের চক্ষু শিবিরে ৩৮৭ জন পুরুষ ও ৬৪০ জন মহিলা চক্ষু রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। আজ চক্ষু শিবিরের সমাপনী দিন। নলতা কেন্দ্রীয় মিশনের উদ্যোগে বাছাইকৃত ছানিপড়া রোগীদের অপারেশন ও লেন্স সংযোজনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হবে।