শরীয়তপুরে প্রার্থী যাচাই বাছাইয়ে ২০ জন বৈধ

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ২২ জনের মধ্যে ২০ জন প্রার্থী বৈধ ও স্বতন্ত্র ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

গতকাল শরীয়তপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শরীয়তপুরের ৩টি আসনের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বাছাই কমিটির যাচাই-বাছাই শেষে দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোটারের স্বাক্ষর বিধিমালা অনুযায়ী শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা ও শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ জানান, বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। শরীয়তপুরের ৩টি আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে বৈধ প্রার্থীরা হলেন- ইকবাল হোসেন (আওয়ামী লীগ), মো. মাসুদুর রহমান মাসুদ (জাতীয় পার্টি), মো. দেলোয়ার (জাকের পার্টি), আবুল বাশার মাদবর (তৃণমূল বিএনপি) ও মো. আব্দুস সামাদ (খেলাফত আন্দোলন)। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন, একেএম এনামুল হক শামীম (আওয়ামী লীগ), মো. ওয়াহিদুর রহমান (জাতীয় পার্টি), মো. বাদল কাজী (জাকের পার্টি), মো. ফিরোজ মিয়া (জাসদ), কাজী জাকির হোসেন (গণফ্রন্ট), সৌমিত্র দত্ত (বাংলাদেশ কংগ্রেস), মো. আবুল হাসান (এনপিপি), মো. আমিনুল ইসলাম (বিকল্পধারা), মাহমুদুল হাসান (খেলাফত আন্দোলন) ও মো. মনির হোসেন (মুক্তিজোট)। শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে আসনে বৈধ প্রার্থীরা হলেন নাহিম রাজ্জাক (আওয়ামী লীগ), মো. আব্দুল হান্নান (জাতীয় পার্টি), মো. সিরাজ চৌকিদার (তরিকত ফেডারেশন), জিয়াউর রহমান (জাকের পার্টি) ও মাহদী হাসান (ইসলামী ঐক্যজোট)।