মাগুরায় ১৬ স্কুলে মেয়েবেলা কর্নার স্থাপন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

‘লাজ নয়, জানতে চাই’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার জেলা প্রশাসক ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে কন্যা শিশুদের জন্য ‘মেয়েবেলা কর্নার’ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ সকল কর্নারে অটোমেটিক ভেন্ডর মেশিনের মাধ্যমে স্বল্পমূল্যে সেনিটারি ন্যাপকিন সরবরাহ করা হবে। এ মেশিনের মাধ্যমে বয়ঃসন্ধিকালীন সময়ে পিরিয়ডের দিনগুলোতে স্কুলের ছাত্রীরা একটি স্বতন্ত্র কক্ষে স্বস্তিদায়ক পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ পারবে। পর্যায়ক্রমে এ সেবা জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা সদরের শিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানসহ অন্যরা।

একই দিনে জেলার বিনোদপুর, বাবুখালী, বাউলিয়া, সীমাখালী, তালখড়ি, শ্রীপুর হুদা, নাকোল, বরিশাট, শিবরামপুর, শেখপাড়া, জাগলা, বড় শলই ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর আগে জেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হয়।