নেত্রকোনায় আটজনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষ্যে নেত্রকোনা জেলার ৩টি আসনের ২৫ জন প্রার্থীর মধ্যে আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জেলার ৫টি আসনের মধ্যে গতকাল দুপুর পর্যন্ত নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা), নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসারের দপ্তর কর্তৃক এই তথ্য জানানো হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন নেত্রকোনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. ছমির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন, নেত্রকোনা-২ আসনের ন্যাশনাল পিপলস পাটির মো. আমজাদ হোসেন ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার ও স্বতন্ত্র প্রার্থী মো. আজাহারুল ইসলাম খান এবং নেত্রকোনা-৩ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পাটির আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ।

নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধি মোতাবেক তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাকি আরও দুইটি আসনের যাছাই-বাছাই কাজ চলছে। জেলায় পাঁচটি আসনে আওয়ামী লীগসহ ১০টি দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।