ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও দিনটি উপলক্ষ্যে উদীচী শিল্পগোষ্ঠী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উদীচী শিল্প গোষ্ঠী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে হানাদারমুক্ত হয় ঠাকুরগাঁও। এই দিনে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে পতন হয় পাকিস্তানি বাহিনীর। পাকিস্তানি সেনাদের পতনের পর এ এলাকার সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। আনন্দ উদ্বেলিত কণ্ঠে ‘জয়বাংলা’ ধ্বনি আর হাতে প্রিয় স্বদেশের পতাকা নিয়ে ছুটোছুটি করতে থাকে তরুণ-যুবকসহ সর্বস্তরের মানুষ। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বিজয়ের বেশে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত