ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খড়ের গাদায় দুর্বৃত্তের আগুন কৃষকের সর্বনাশ

খড়ের গাদায় দুর্বৃত্তের আগুন কৃষকের সর্বনাশ

জয়পুরহাটের ক্ষেতলালে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের দুটি ধান এবং দুটি খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার বড়তারা ইউনিয়নের ছোটতারা গ্রামে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক চারজনকে আসামি করে ক্ষেতলাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার ছোটতারা গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে ফিরোজ হোসেন, একই গ্রামের মৃত বাদেশ সাখিদারের ছেলে ধলু সাখিদার, ছোটতারা গুচ্ছগ্রামের সেকেন্দার (বাচ্চু)’র ছেলে নাছির উদ্দীন, কৃষ্ণনগর মধ্যপাড়া গ্রামের মৃত নুরুল হক সরদারের স্ত্রী রেহেনা বিবি। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটতারা গ্রামের কৃষক গোলাম মোক্তাদির মানিক তার বাড়ির পাশে খলিয়ায় ৮ বিঘা জমির খরের দুটি ও সাড়ে ৮ বিঘা জমির বিনা-২২ ও মামুন জাতের ধানের দুটি পালা দিয়েছিলেন। গত শনিবার দিবাগত রাত ১২টার পর কৃষক মোক্তাদির মানিকের ভাই গোলাম মোসাদ্দেক রাত ১টায় পালায় আগুনের শিখা দেখে চিৎকার করেন। চিৎকার শুনে ওই কৃষক খরের পালার দিকে তাকিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তিনিও চিৎকার দেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল রাত ২টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত