টাঙ্গাইলের ৮টি আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৮টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১২ নেতার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে। গতকাল যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবকারী-সমর্থনকারী ও আইনজীবীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ঘোষণা দেন। গতকাল টাঙ্গাইল-৫, ৬, ৭ ও ৮ আসনের এবং শনিবার টাঙ্গাইল-১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের বিপরীতে ৭১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৮ জন, স্বতন্ত্র প্রার্থী ২৩ জন, জাতীয় পার্টির ৯ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৩ জন এবং অন্যান্য দলের ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭১ জনের মধ্যে ১ শতাংশ ভোটারের নামণ্ডস্বাক্ষরে গড়মিল, ঋণখেলাপী, দলীয় প্রধানের প্রত্যয়ন না থাকা ইত্যাদি কারণে ৬টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। তিনি গোপালপুর উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদা রহমান খান। তিনি একই আসনের অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমানুর রহমান খানের স্ত্রী। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাসদ (ইনু) প্রার্থী এসএম আবু মোস্তফা। টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির বহিষ্কৃত সদস্য খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র) এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেন তন্ময় (স্বতন্ত্র)। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম উইলিয়াম (স্বতন্ত্র), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু (স্বতন্ত্র), সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা খন্দকার ওয়হিদ মুরাদ (স্বতন্ত্র), মো. আব্দুল হাফেজ বিল্লাহ (স্বতন্ত্র) এবং সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র)। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে রাফিউর রহমান খান ইউসুফজাই(স্বতন্ত্র)। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম প্রার্থীদের ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যা তুলে ধরেন। তিনি জানান, অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে অনেকের দৈবচয়ন (এলোপাথাড়ি বাছাই) পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষায় ভোটারদের স্বাক্ষর জালিয়াতি, মৃত ভোটারদের নাম যুক্ত করা হয়েছে। এছাড়া কোনো কোনো প্রার্থীর মনোনয়নপত্র ঋণখেলাপী ও অসম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল এবং দলীয় প্রধানের সম্মতি সূচকপত্র না থাকায়ও মনোনয়নপত্র বাতিল হয়েছে।