ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চোরাই গরুসহ ট্রাক উল্টে নিহত এক

চোরাই গরুসহ ট্রাক উল্টে নিহত এক

জামালপুরের মেলান্দহে গরু চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে হাবিবুর রহমান হবি নামে এক চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

গতকাল সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর ইউনিয়নের মেগারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুইজন পুলিশ হেফাজতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হাবিবুর রহমান হবি বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আব্দুল হকের ছেলে।

আহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কসবা মোল্লাপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে নাসির আহমেদ ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বালিয়াচন্টী এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া। স্থানীয় কয়েকজন বলেন, ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুরের দিকে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাচ্ছিল।

এ সময় উপজেলার মেঘারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে ট্রাকটি একটি বসত বাড়িতে ঢুকে উল্টে যায়। ট্রাকে মোট ৮-৯ জন চোর ছিল, একজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে।

দুইজন দুই জায়গায় পড়েছিল আর বাকিরা পালিয়ে গেছে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজন পুলিশ হেফাজতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত