ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হিলি স্থলবন্দরে আলুর দাম কমেছে

* পাইকারি পর্যায়ে দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ৪ টাকা * শুধু হিলি স্থলবন্দর দিয়েই ৪০ হাজার টন আলু আমদানির অনুমতি পান কয়েকজন ব্যবসায়ী
হিলি স্থলবন্দরে আলুর দাম কমেছে

আলু আমদানির মেয়াদ আরো ১৫ দিন বাড়ানোয় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পণ্যটির দাম। দেশে আলু আমদানির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলে তা আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় দাম কমেছে পণ্যটির। পাইকারি পর্যায়ে দুদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ৪ টাকা। দুদিন আগেও প্রতি কেজি আলু প্রকারভেদে ৩২-৩৮ টাকা দরে বিক্রি হয়েছে। গতকাল তা ৩০-৩৪ টাকায় বিক্রি হতে দেখা গেছে। হিলি স্থলবন্দরে আলু কিনতে আসা পাইকার আইয়ুব আলী বলেন, ‘৩০ নভেম্বর আলু আমদানির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ কারণে মেয়াদ শেষ হওয়ার একদিন আগে থেকেই আলুর দাম বাড়তে শুরু করে। প্রকারভেদে ২৭-৩০ টাকায় বিক্রি হওয়া আলু বেড়ে ৩২-৩৮ টাকায় উঠে যায়। গত বৃহস্পতিবার কার্টিনাল জাতের লাল বর্ণের আলু দাম বেড়ে ৩৭-৩৮ টাকা কেজি দরে উঠে যায়। এ ছাড়া সাদা বর্ণের আলু ২৭ টাকা থেকে বেড়ে কেজিপ্রতি ৩২ টাকায় বিক্রি হতে শুরু করে। তবে আবারো আমদানির সময়সীমা বাড়ানোয় বন্দর দিয়ে গত শনিবার থেকে আলু আমদানি হচ্ছে। তাই দামও কমতে শুরু করেছে। সাদা বর্ণের আলু ৩০ টাকা ও কার্টিনাল জাতের আলু ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, সময় বাড়ানোর কারণে ফের ভারতীয় মোকামগুলো থেকে আলু লোডিং শুরু হয়েছে। তাই আশা করছি, আগামীকাল থেকে আলু আমদানির পরিমাণ বাড়বে। সময় বাড়ানোর খবরে পণ্যটির দাম কিছুটা কমতে শুরু করেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে দাবি তাদের। হঠাৎ দেশের বাজারে আলুর দাম অস্থিতিশীল হয়ে উঠলে গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। ২ নভেম্বর থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আনতে শুরু করেন আমদানিকারকরা। শুধু হিলি স্থলবন্দর দিয়েই ৪০ হাজার টন আলু আমদানির অনুমতি পান কয়েকজন ব্যবসায়ী। পরিস্থিতি বিবেচনা করে সরকার আবারো ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু আমদানির সময় বাড়ানোর ঘোষণা দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত