ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

উৎসুক জনতার ভিড়
হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

ফ্রান্স থেকে উড়োজাহাজে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর হেলিকপ্টারে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ফিরলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফ্রান্স প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক। হেলিকপ্টারে তাদের অবতরণ দেখতে এলাকায় ভিড় জমান শত শত উৎসুক জনতা। প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের পরেশ চন্দ্র্র বনিকের ছেলে। গতকাল দুপুরে উপজেলার পূর্ব রায়েরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাবাসী। প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক বলেন, আমি দীর্ঘ ২৫ বছর যাবৎ ফ্রান্সে ব্যবসা করে আসছি। দেশের প্রতি আমার অনেক ভালোবাসা। আগামী ৬ মাস এলাকায় থাকব। রেমিট্যান্সযোদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দেব। মাতৃভূমি ও নারীর টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালোবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। মৈশাদী গ্রামের আলী আহমেদ বলেন, ফ্র্র্রান্স প্রবাসী কৃষ্ণ চন্দ্র বনিক আমাদের গর্বের ধন। তিনি প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হেলিকপ্টারযোগে তিনি বাড়ি ফেরায় তার আগমনে আমরা খুবই আনন্দিত। এদিকে হেলিকপ্টারযোগে তার বাড়িতে উৎসুক জনতা ভিড় করে। এছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশের উপস্থিতি ছিল প্রশংসনীয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত