বিনামূল্যে সার বীজ বিতরণ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বর মাঠে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খান, আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ৪০০ জন কৃষকের মধ্যে বোরো হাইব্রিড ধানের বীজ সহায়তা এবং ৩ হাজার ৫০ জন কৃষকের মধ্যে বোরো উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে দেশে ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজারের অধিক কৃষকের মধ্যে পর্যায়ক্রমে এই প্রণোদনা বিতরণ করা হবে।