ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পঞ্চগড়ে দিনের তাপমাত্রা কমেছে

পঞ্চগড়ে দিনের তাপমাত্রা কমেছে

দেশের উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়। চলতি শীত মৌসুমে তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গত ৩ দিন ১৩ থেকে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে। কমেছে দিনের তাপমাত্রাও। গত দুদিন ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রার এ তথ্যটি জানিয়েছেন প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১২ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত বছর ৬ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গত তিনদিন ১৪ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত