ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৩৮ শিক্ষার্থীকে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান

৩৮ শিক্ষার্থীকে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান

‘উঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ’ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে স্কুল পর্যায়ের ১৫ জন মেয়ে এবং কলেজ পর্যায়ে ২৩ জন গরিব মেধাবী মেয়ে শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জের বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাব রক্ষক সুফিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৪০০ টাকা হারে (অক্টোবর-ডিসেম্বর) তিন মাসের জন্য ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫০০ টাকা হারে তিন মাসের ১৫০০/- টাকা করে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ২০০৩ সাল থেকে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত