ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী সহিংসতায় ভুক্তভোগীদের সেবা প্রদানে ব্র্যাকের সভা

নারী সহিংসতায় ভুক্তভোগীদের সেবা প্রদানে ব্র্যাকের সভা

অষ্ট্রেলিয়ানভিত্তিক দাতা সংস্থা ডিপার্টমেন্ট অব ফরেইন এফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিফাট) আর্থিক সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বাস্তবায়নে ‘হিউম্যানিট্যারিয়ান এসিসটেন্স ফর দি রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইন বাংলাদেশ’ নামক শীর্ষক প্রকল্পের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য ও কার্যক্রম তুলে ধরতে গত মঙ্গলবার উখিয়া উপজেলা পরিষদের হলরুমে এক প্রজেক্ট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) আওতাধীন প্রোটেকশন সেক্টর আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এইচসিএমপির আওতাধীন প্রটেকশান সেক্টরের টেকনিক্যাল লিড স্বপ্না রানী সমাদ্দার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি। এইচসিএমপির আওতাধীন প্রটেকশান সেক্টরের ডেপুটি ম্যানেজার নাজনীন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক এইচসিএমপির আওতাধীন প্রোটেকশন, শেল্টার ও সাইট ম্যানেজমেন্টস (এসএমএস) এর কর্মসূচি প্রধান মো. ইমামুল হক, ব্র্যাক এইচসিএমপির আওতাধীন ডিফাটের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, ইউএনডিপির উখিয়া উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ সেলিম উদ্দীন, স্থানীয় বেসরকারি সংস্থা মুক্তি কক্সবাজারের টেকনিক্যাল অফিসার এসএম বেলালুর রহমান রাজাপালং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার খুরশিদা করিম, রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল হক, ইপসার প্রজেক্ট অফিসার ফারজানা আলম সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক এইচসিএমপির আওতাধীন প্রটেকশান সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার সাং থুই প্রু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত