ভেজাল মধুর কারখানায় অভিযান

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে চিনি, কেমিক্যাল, মৌচাকের কিছু অংশ ও ফ্লেভার দিয়ে উৎপাদিত ভেজাল মধুর কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সকালে শহরের উত্তর সেওতা এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সেওতা এলাকায় এক দম্পতি বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে শতভাগ ভেজাল মধু উৎপাদন করে আসছিল।