লেয়ার মুরগি উৎপাদনবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রডিউসার গ্রুপের (পিজি) সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলার খামারমুন্দিয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পৌর এলাকার বলিদাপাড়া ও রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের দুইটি মুরগি উৎপাদনকারী দলের (পিজি) মোট ৬০ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব সদস্যদের এবার লেয়ার মুরগি উৎপাদন ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রেজাউল করিম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী প্রত্যেক সদস্যদের মাঝে কাগজ, কলম, হাডবোর্ড, নাস্তা, দুপুরের খাবার ও যাতায়াতের জন্য ভাতা প্রদান করা হয়।