কুয়াকাটায় বাংলাদেশ ফেস্টিভ্যাল

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

মুজিব’স ক্যাম্পেইনের আওতায় সাগরকন্যা কুয়াকাটায় আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা ২০২৩’। বাংলাদেশের আইকনিক, ডেস্টিনেশন, সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ববাসী ও বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য এবারের এই আয়োজন হচ্ছে বরিশাল বিভাগের কুয়াকাটায়। এ উৎসবকে সামনে রেখে আনন্দ বিরাজ করছে পর্যটননির্ভর সব ব্যবসায়ীদের মধ্যে। এ উৎসবকে স্বাগত জানিয়ে হোটেল-মোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকরা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে এরইমধ্যে। পাশাপাশি ট্যুর অপারেটররা ২ হাজার ১০০ টাকায় ১ রাত ও ২ দিনের প্যাকেজ অফার করছে। সব পর্যটননির্ভর ব্যবসায়ীরা এই দুইদিনের উৎসবে ব্যবসা না করে, শুধু পর্যটকদের সেবা করার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষ্যে বিচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা, উপজেলা প্রশাসন স্টেক হোল্ডারদের নিয়ে দফায় দফায় সভা হয়েছে।