সুন্দরবন বিভাগের অভিযানে হরিণের মাংস উদ্ধার

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বন বিভাগের অভিযানে প্রায় ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে দ্বীপঅঞ্চল গাবুরা ইউনিয়নের সোরা ক্লোজার এলাকা থেকে ৪টি বস্তা থেকে এ মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগ এ ঘটনায় কাউকেও আটক করতে পারেনি।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি অথচ এলাকাবাসী বলছে হরিণ শিকারীদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি অভিযুক্ত চোরা শিকারীদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

সুন্দরবেনে বৃদ্ধি পেয়েছে চোরাইভাবে হরিণ শিকার আর এর সঙ্গে কিছু বন কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে বলে উপকূলীয় এলাকার মানুষ জানিয়েছেন। এছাড়া ভ্রমণের পাশ নিয়ে একশ্রেণির ভ্রমণকারী ফাঁস দিয়ে হরিণ শিকার করারও অভিযোগ রয়েছে।