লালমনিরহাটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে এ ঘটনা ঘটেছে। নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা পশ্চিম বেজগ্রাম এলাকার রোকন উদ্দিনের স্ত্রী এবং উপজেলার গড্ডিমারী ইউনিয়নের এলাকার সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে। এদিকে মেয়ের মৃত্যুতে পাগল প্রায় বাবা চিৎকার করে কাঁদছেন আর বার বার মূর্চা যাচ্ছেন। এতে গোটা এলাকাজুড়ে চলছে শোকের মাতম। প্রত্যক্ষদর্শী জানান, নিহত আমেনা বেগম দুপুরের অনেক আগে থেকেই রেললাইনের উপর বসে ছিল। এর কিছুক্ষণ পর বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি আসে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই নারী ট্রেনটির সামনে লাফ দেয়। আর সঙ্গে সঙ্গে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের ভাই নবিউল ইসলাম বলেন, প্রায় ২০ দিন আগে বোন জামাই রোকনের সঙ্গে আমার বোনের ঝগড়া হয়। এরপর আমার বাড়িতে চলে আসেন ৫ মাসের অন্তঃসত্ত্বা বোন আমেনা। সকালে ক্লিনিকে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে দুপুরের দিকে আমরা খবর পাই আমার বোন ট্রেনে কাটা পড়েছে। এছাড়া সে তার স্বামীর বাড়িতে দু’বার গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ঘটনাটি আমার ইউনিয়নে ঘটেছে। তবে ওই নারীর বাড়ি টংভাঙ্গা ইউনিয়নে। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। মরদেহটি থানায় নিয়ে আসা হবে। তদন্তের পর বলা যাবে আসলে তিনি আত্মহত্মা করেছেন কি না।